যে মহাদেশে এখনো প্রবেশ করেনি করোনাভাইরাস

  © সংগৃহীত

পৃথিবীর প্রায় সকল প্রান্তেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দিনকে দিন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। তবে পৃথিবীর এমন একটি স্থান রয়েছে যেখানে এখনো করোনাভাইরাস পৌঁছাতে পারেনি। স্থান বললে ভুল শোনাবে, কারণ এটি পুরো একটি মহাদেশ। হ্যাঁ পুরো একটি মহাদেশেই করোনাভাইরাস এখনো সংক্রমণ ছড়াতে পারেনি। আর সেই মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা।

গনামধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কিছু অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ। সবসময় মাইনাস ৪৯ ডিগ্রি বা এর আশে পাশে থাকে অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা। অতিরিক্ত ঠান্ডা আর অন্ধকারের কারণেই এখনো মহাদেশটিতে করোনা থাবা ফেলতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ৮৯ জন মানুষ বসবাস করছে অ্যান্টার্কটিকায়। করোনা থেকে বাঁচতে ২৮ টি দেশের ৪ হাজার মানুষ বাস শুরু করেছে মহাদেশটিতে। গণামধ্যম নাইন ডট কম এইউকে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। গবেষকরা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা বলছেন অ্যান্টার্কটিকাকে এবং করোনা থেকে বাঁচতে এখানে এসে বাস করা উচিত বলে মনে করছেন তারা।


সর্বশেষ সংবাদ