করোনা সচেতনতায় গ্রামে গ্রামে মাইকিং করছেন ঢাকা কলেজ ছাত্র

  © টিডিসি ফটো

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বাংলাদেশে সংক্রমণ ছড়ানো শুরু করেছে। পরিস্থিতি দিন দিন ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আর এ সময় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের সংগঠন "উসাব" এর উদ্যোগে মাইকিং করা হয় সারা গ্রামে। 

ঢাকা কলেজসহ দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নিজ নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছে। ঢাকা কলেজের ছাত্র জায়েদ হাসান নিপন উক্ত ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা মূলক মাইকিং করেন।

এসময় নিপন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা থেকে গ্রামে আসার আগেই হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে গ্রামের মানুষের বিভিন্ন কুসংস্কার মূলক কথা শুনে আমাদের সংগঠন উসাবের উদ্যোগে উক্ত মাইকিং এবং লিফলেট বিতরণ করি।

পরে গ্রামের রিক্সাওয়ালা সহ অন্যান্য দিনমজুরদের মাঝে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা সহ আরো সচেতনতা কর্যক্রমের পরিকল্পনার কথাও জানান তিনি।


সর্বশেষ সংবাদ