জার্মানি

বিমানবন্দর থেকে হাওয়া ৬০ লাখ মাস্ক!

  © ইন্টারনেট

কেনিয়ার বিমানবন্দর থেকে ৬০ লাখ মাস্ক গায়েব হয়ে গেছে। জার্মান সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিলো মাস্কগুলো। জার্মানিতে পাঠানোর উদ্দেশে রাজধানী নাইরোবি বিমানবন্দরে নেয়ার পর মাস্কগুলো হারিয়ে যায়।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে জার্মান সেনাবাহিনী ৬০ লাখ মাস্ক তৈরির অর্ডার দিয়েছিল। কিন্তু সেগুলো তৈরি করার পর বিমানবন্দর থেকে আর হদিস নেই।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল, সেনাদের জন্য ৬০ লাখ মাস্কের ব্যবস্থা করতে। সে অনুযায়ী একটি বিদেশি প্রতিষ্ঠানকে মাস্কগুলো তৈরির দায়িত্ব দেয়া হয়।

শর্ত ছিলো, মাস্কগুলো হাতে পৌঁছালে মূল্য পরিশোধ করা হবে। কিন্তু তার আগেই মাস্কগুলো হারিয়ে যায় বিমানবন্দর থেকে।