নারী দিবসে সেরা মায়ের সম্মাননা পাচ্ছেন এক ‘বাবা’

  © সংগৃহীত

শুধু নারীরাই মা হতে পারে এ কথাটিকে বদলে দিয়েছেন এক বাবা। আন্তর্জাতিক নারী দিবসে সেরা মায়েদের সম্মানিত করছে ভারত। তবে পুরুষ হয়েও সেরা মা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন সাবেক সফটওয়্যার প্রকৌশলী আদিত্য তিওয়ারি।

1

রবিবার নারী দিবসে বেঙ্গালুরুতে সেরা মায়ের সম্মাননা পাচ্ছেন আদিত্য। এমন পুরস্কার পেয়ে তিনি বেশ গর্বিত বলে জানিয়েছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতাও দেবেন আদিত্য।

2 (2)

তিনি বলেন, দেড় বছর আইনি লড়াইয়ের পর ২০১৬ সালের ১ জানুয়ারি অবিনেশের দায়িত্ব পেয়েছি। তারপর থেকে আমরা বাবা-ছেলে মিলে প্রচুর সংগ্রাম করেছি। আমার কাছে ঈশ্বরের দেওয়া সেরা উপহার ও। আমিই ওর মা, আমিই ওর বাবা। ভালো অভিভাবক হওয়ার পাশাপাশি আমি ওর কাছে একজন ভালো মানুষ হতে চেয়েছি।

3 (2)

প্রসঙ্গত,  বহু প্রতিকূলতা ও আইনি লড়াইয়ের পর অবিনাশ নামের এক শিশুর দায়িত্ব নেন আদিত্য। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত অবিনাশকে লালন পালন করতে গিয়ে তিনি দেখেন এসব শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেই। এরপর চাকরি ছেড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা-মায়েদের কাউন্সেলিং করানো শুরু করেন আদিত্য।

বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের কীভাবে বড় করতে হবে, এ নিয়ে কথা বলার জন্য জাতিসংঘের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয় তাকে। ভারতের ২২টি রাজ্যের ৪০০টি জায়গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে তিনি সভা, বৈঠক ও কর্মশালা করেছেন। এখনও তিনি যুক্ত আছেন সারা বিশ্বের ১০ হাজার বাবা-মায়ের সঙ্গে। তাদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন তিনি।

 

 

 

 


সর্বশেষ সংবাদ