দিল্লিতে পুলিশকে তিরস্কার সুপ্রিম কোর্টের

  © সংগৃহীত

ভারতে গত ৪৮ ঘণ্টায় এনআরসির পক্ষ-বিপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এদিকে চলমান বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

পুলিশের পেশাদারিত্বের ঘাটতির কারণে দিল্লি পুলিশ কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন আদালত। সহিংসতা থামাতে ব্যর্থতার কারণ পুলিশকে তিরস্কার করা হয়।

দিল্লিতে শাহীনবাগের আন্দোলন নিয়ে এক শুনানিতে অংশ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ বলেছেন, ইংল্যান্ডে পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে ভারতেও পুলিশের সেভাবে দায়িত্ব পালন করা উচিত। সবকিছু (সহিংসতা) তাদের সামনেই ঘটছে। পুলিশের পেশাদারিত্ব ও স্বাধীনতার অভাব রয়েছে। আইন অনুসারে দায়িত্ব পালন না করে পুলিশ কেন অন্য কারও নির্দেশের অপেক্ষায় থাকে? সূত্র: হিন্দুস্থান টাইমস


সর্বশেষ সংবাদ