ভিক্ষুককে কোলে নিয়ে বাসে তুলে দিল পুলিশ, ভিডিও ভাইরাল

  © সংগৃহীত

পুলিশের কর্মকর্তা প্রতিবন্ধী একজনকে কোলে করে বাসে তুলে দিচ্ছেন। সঙ্গে থাকা অন্য সদস্যরা তার হুইল চেয়ারটি এগিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, রাজধানীর বনানী এলাকায় ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে কবে এটি ঘটেছে তা জানা যায়নি। ওই প্রতিবন্ধী ভিক্ষুক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারছিলেন না।

সাংবাদিক আহসান জুয়েল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিচ্ছিন্ন ঘটনা হলেও, এটাই আমাদের বাংলাদেশ।

রাজধানীর বনানীতে একজন প্রতিবন্ধী ভিক্ষুক প্রায় একঘন্টা থেকে বাসে উঠার চেষ্টা করছিলেন। কোন বাস তাকে নেয়নি। সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার বিষয়টি দেখে এগিয়ে আসেন। তিনি সৌখিন বাসকে থামিয়ে ওই ভিক্ষুককে কোলে করে নিয়ে বাসে তুলে দেন।

ওই লোকের ভাড়াটাও পরিশোধ করে দেন। পুলিশের অন্য সহকর্মীরা প্রতিবন্ধি ব্যক্তিটির হুইল চেয়ারটিও বাসে তুলে দেন।’

তার স্ট্যাটাসে আবদুল্লাহ আল মামুন মন্তব্য করেছেন, ‘প্রশংসনীয় কাজ কোনো সন্দেহ নেই। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। কিন্তু মূল দায়িত্ব থেকে পিছপা হওয়ায় একাজটি দৃষ্টান্ত হয়ে ধরা দিল।’


সর্বশেষ সংবাদ