আসামের এনআরসির সব তথ্য গায়েব

  © সংগৃহীত

আসামের জাতীয় নাগিরকপঞ্জির (এনআরসি) সব তথ্যই সরকারি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে। দুই মাস ধরে ওই ওয়েবসাইটে কোনো তথ্য নেই। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর আনন্দবাজারের।

আনন্দবাজার পত্রিকা জানায়, ৬ বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি খরচ করে আসাম রাজ্যের এনআরসি করা হয়েছিল। তবে যে ওয়েবসাইটে আসামের এনআরসি সংক্রান্ত সব তথ্য দেখা যেত, গত দু’মাস ধরে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। বিরোধীদের দাবি, এনআরসির সব তথ্যই গায়েব করে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা ঘটেছে।

আসামে এনআরসির বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্যই এই সমস্যা। এই বিপত্তির জন্য তিনি দায়ী করেছেন পূর্বতন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে। তাঁর দাবি, গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত উইপ্রোর সঙ্গে চুক্তি ছিল। কিন্তু পূর্বতন কো-অর্ডিনেটর তা নবায়ন করেননি। সে জন্য ১৫ ডিসেম্বর থেকে কিছুই দেখা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ