দক্ষিণ আফ্রিকায় অর্ধশতাধিক বাংলাদেশি গ্রেফতার

প্রতকি ছবি
প্রতকি ছবি  © ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া হোম অফিসে কাগজ করতে গিয়ে অর্ধশতাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) কাগজ সংক্রান্ত সমস্যা দেখিয়ে এসব বাংলাদেশিদের গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন। তাদেরকে হোম অফিসের নিচতলায় রাখা হয়েছে।

বিকাল পর্যন্ত তারা সঠিক প্রমাণাদি কাগজ প্রদর্শন করতে না পারলে তাদেরকে ম্যান্ডেলা জেলে প্রেরণ করা হবে জানানো হয়েছে। পরবর্তীতে তাদেরকে দেশে প্রেরণের জন্য লিভ দ্যা কান্ট্রি দিতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত চলতি বছরের পহেলা জানুয়ারি শরণার্থী আইনে ব্যাপক পরিবর্তন এনেছে দেশটির হোম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।