ইরান নিয়ে আতঙ্কিত অধিকাংশ আমেরিকান!

  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরাননীতির বিরোধিতা করেছেন দেশটির অধিকাংশ অধিবাসী। এছাড়া আগের চেয়ে এখন বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তারা। পৃথক জরিপে এ তথ্য উঠে এসেছে।

রোববার (১২ জানুয়ারি) এবিসি নিউজ ও ইউএসটুডের পৃথক জরিপের প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এবিসি নিউজের জরিপে ৫৬ শতাংশ আমেরিকান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন, তা সমর্থন করেন না তারা। অপরদিকে ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্পের বর্তমান নীতির পক্ষে রয়েছেন।

জরিপে মার্কিন বিমান হামলা প্রসঙ্গে জানতে চাওয়া হলে ৫২ শতাংশ আমেরিকান বলেছেন, তারা সোলাইমানিকে হত্যার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর মাত্র ২৫ শতাংশ বলেছেন, তারা আগের চেয়ে বেশি নিরাপদ।

ইউএসটুডের জরিপ অনুযায়ী, সোলাইমানিকে হত্যার কারণে ৫৫ শতাংশ আমেরিকান নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে মার্কিন বিমান হামলার মাধ্যমে হত্যা করা হয়। এরপর ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর প্রেক্ষাপটে ১০ ও ১১ জানুয়ারি জরিপ দুটি চালানো হয়।


সর্বশেষ সংবাদ