সোলাইমানিকে হত্যার পরদিনও যুক্তরাষ্ট্রের হামলা

  © ফাইল ফটো

ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধে একদিনের ব্যবধানে আবারও ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (৪ জানুয়ারি) ইরাকের বাগদাদে হাশদ আশ শাবির একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।

ইরাকের হাশদ আল শাবির ইরানের মিত্র বাহিনী হিসেবে পরিচিত। এদিকে যুদ্ধ বন্ধ করতেই ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষমতা পরিবর্তনের কোনো ইচ্ছায় তার নেই বলেও উল্লেখ করেন ট্রাম্প। এরমধ্যেই নতুন করে মধ্যপ্রাচ্যে তিন হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সন্ত্রাসী মার্কিন সেনারা। এতে ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবির বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

গত বছরের মার্চে জেনারেল সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ বীরের পদক পরিয়ে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেনি।


সর্বশেষ সংবাদ