ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক ফের জয়ী

  © সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবারও জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তিনি তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জুলিয়ান গেল্যান্ট ১৪ হাজার ৮৩২ ভোটপেয়েছেন।

৬৫০টি আসনের মধ্যে এ পর্যন্ত ৪০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনসারভেটিভ পার্টি পেয়েছে ২০৮ আসন। লেবার পার্টি পেয়েছে ১৩৮ আসন। বিবিসির জরিপ অনুযায়ী, কনসারভেটিভ পার্টি ৩৬৫ আসন পাবে। অন্যদিকে লেবার পার্টি পাবে ১৯৬ আসন।

২০১৫ সালে রূপা হক প্রথমবার এমপি নির্বাচিত হন। সেবার তিনি মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন। ২০১৭ সালে জিতেছিলেন ১৩ হাজার ৮০৭ ভোটে। আর এবার ১৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা।

যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তাঁর পৈতৃক বাড়ি পাবনায়।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে রূপা হকের ফল আগে চলে এসেছে। ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই সংসদ সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক আবার জয় পেতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।

তাঁদের সঙ্গে এবার বিজয়ী হিসেবে যুক্ত হতে পারেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। বুথফেরত জরিপে লেবার পার্টির এ তিন বাঙালি কন্যা জয় পাবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আসনগুলোতে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীর বিজয় নিশ্চিত বলা হচ্ছে।


সর্বশেষ সংবাদ