লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার স্বীকৃতি পেল ‘বাংলা’

  © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজির পরই সবচেয়ে বেশি কথা বলা হয় বাংলা ভাষায়। সে হিসেবে লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বাংলা’। এরপরে সেখানে পোলিশ এবং তুর্কি ভাষা বেশি প্রচলিত।

‘‌সিটি লিট’‌ নামে একটি সংস্থার সমীক্ষায় এ তথ্যে উঠে এসেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে এবং উদযাপনের পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের মধ্যে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির ভাষার মধ্যে যে কোনো একটিতে কথা বলেন।

এছাড়াও বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।

সমীক্ষা অনুযায়ী, লন্ডনের তিন লাখ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ বাংলায় স্বাচ্ছন্দে কথা  বলতে পারেন।


সর্বশেষ সংবাদ