পরিচয় মিলেছে লিবিয়ায় নিহত বাংলাদেশির

  © সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। ওই হামলায় বাংলাদেশিসহ ৭ জন নিহত হন। আহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ত্রিপোলির জরুরি বিভাগের মুখপাত্র উসামা আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন লিবিয়ার। একজন বাংলাদেশের। অন্যরা আফ্রিকার নাগরিক।

আহতদের ত্রিপোলির তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত বাংলাদেশির নাম বাবু লাল। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের বাসিন্দা। ত্রিপোলির ওয়াদি রাবিয়ায় হামলা চালানো বিস্কুট কারাখানার কর্মী ছিলেন বাবু লাল।

নিহত বাবু লালের পরিচয় নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাংলাদেশি নিহত হওয়ার কথা তাকে জানানো হয়। তিনি ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেন। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী জানান, ‘আহতদের প্রথমে তাজুরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিহতদের লাশ রাখা হয়েছে। এরমধ্যে বাবুলাল নামে একজনকে শনাক্ত করা হয়েছে।

আহত ১৫ বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপোলির অন্য তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ সংবাদ