বাঁচানো গেল না সেই হাতিটিকে

  © সংগৃহীত

সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাদায় আটকে পড়া হাতিটি মারা গেছে। আজ রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের হাতিটি খাদ্যের খোঁজে এসে জুম এলাকায় কাদা মাটিতে আটকে যায়। পরদিন পদুয়া রেঞ্জ ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্তৃপক্ষ মৃতপ্রায় হাতিটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী শুকনা জায়গায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারি পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমান হাতির চিকিৎসা করাচ্ছিলেন।

চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, ‘যথাসাধ্য চেষ্টা করেছি আমরা হাতিটিকে বাঁচাতে। খাবারও খেয়েছে। কিন্তু সকালে সে মারা যায়।’ হাতিটির বাম পায়ে পচন ধরে বলেও জানান তিনি।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, হাতিটিকে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।


সর্বশেষ সংবাদ