বিজিবির হাতে আটক সেই ভারতীয় জেলে কারাগারে

  © সংগৃহীত

পদ্মার বাংলাদেশি সীমান্তে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক ভারতীয় সেই জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ সংক্রান্ত নির্দেশ দেন।

এর আগে সকালে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়। বিজিবির ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার পর প্রণব মণ্ডল গ্রেফতার দেখিয়ে বেলা ১১টার দিকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। দুপুরে শুনানি শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

প্রণব মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর ছিড়াচর এলাকার বসন্ত মণ্ডলের ছেলে।

চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ড বলেন, বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশ সরকারের মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ