ইন্দোনেশিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার পুয়ান মহারানী

  © সংগৃহীত

ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো পার্লামেন্টে একজন নারী স্পিকার নির্বাচিত করেছেন দেশটির এমপিরা। মঙ্গলবার দেশটির প্রতিনিধি পরিষদ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর তাকে নির্বাচিত করে নতুন পার্লামেন্ট।

নতুন স্পিকার সাবেক প্রেসিডেন্ট মেগাবতী সুকর্নপুত্রীর মেয়ে পুয়ান মহারানী নক্ষত্র কুশ্যিলা। সর্বসম্মত ভোটে তিনি স্পিকার নির্বাচিত হন। এ সময় পার্লামেন্টে ৯টি রাজনৈতিক দলের ৫৭৫ জন রাজনীতিক উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগল’র সদস্য পুয়ান মহারানী। এই দলটির নেতৃত্বে রয়েছেন তার মা মেগাবতী সুকর্নপুত্রী। পার্লামেন্ট এই দলটি সবচেয়ে বড়। সংক্ষেপে ইন্দোনেশিয়ায় এ দলটি পরিচিত পিডিআই-পি নামে।

পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হওয়ার পর পুয়ান মহারানী বলেছেন, ৭০ বছর পরে এটাই প্রথম নারী স্পিকার। আমি আশা করি, এটা আমার জন্য একটি অনুপ্রেরণা হবে।

৪৬ বছর বয়সী পুয়ান মহারানী প্রেসিডেন্ট জোকো উইদোদার মন্ত্রীপরিষদে মানব উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী ছিলেন। এরপর নির্বাচনের জন্য ওই পদ ত্যাগ করেন তিনি। খবর: আল জাজিরা


সর্বশেষ সংবাদ