ফিলিস্তিনী মন্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেল ইসরায়েল

  © সংগৃহীত

ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়টি থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে ফিলিস্তিন সরকার এ খবর নিশ্চিত করলেও ইসরায়েল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ডেইলি সাবাহ জানায়,ফিলিস্তিনি মন্ত্রী আল-হাদামির বাসভবনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। গত তিন মাসে এ নিয়ে ফিলিস্তিনের দুজন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে সেখানে দখলদারি বাড়িয়ে দেয় তারা। ফিলিস্তিনিদের নিয়মিত গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অর্ধ শতাধিকেরও বেশি ফিলিস্তিনি কর্মকর্তা ও মন্ত্রী, কয়েকশ শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার কর্মী রয়েছেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ১৯৯৩ সালে অসলো শান্তি চুক্তির পর এক লাখ ২০ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই হাজার নারী এবং সাড়ে ১৭ হাজার শিশু রয়েছে।


সর্বশেষ সংবাদ