মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

  © সংগৃহীত

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বব্যাপী দুদলের রয়েছে ভক্ত সমর্থক। দুই দলের দ্বৈরথ দেখার অপেক্ষায় মুখিয়ে থাকেন তাদের সমর্থকেরা। সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবার। সুপার ক্লাসিকোর হিসেবে পরিচিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

আগামী ১৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে গড়াবে কাঙ্ক্ষিত ম্যাচটি। সবশেষ দুদল মুখোমুখি হয় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। ঘরের মাঠে তাতে আর্জেন্টাইনদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেন ব্রাজিলিয়ানরা।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ওই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ১১১টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। ৪৬টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়েছে।


সর্বশেষ সংবাদ