জমি নিয়ে বিরোধের জেরে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

বুধবার (১৭ জুলাই) জমি নিয়ে বিরোধের জের ধরে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের উভা নামক গ্রামে। দুই পক্ষের এই সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর আগে উত্তর প্রদেশের উভা নামক গ্রামে ৩৬ একর জমি কিনেছিলেন গ্রামপ্রধান। কিন্তু জমির দখল পাচ্ছিলেন না তিনি। বুধবার সকালে গ্রামপ্রধান লোকজন নিয়ে জমি দখলে গেলে স্থানীয়রা তাতে বাধা দেন। এতে গ্রামপ্রধানের লোকজন তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলে চার নারীসহ ৯ জন নিহত হয়।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রামপ্রধান দুই বছর আগে ৯০ বিঘা জমি কেনেন সেখানে। আজ সকালে জমির দখল নেয়ার চেষ্টা করেন। বাধার মুখে পড়লে গ্রামপ্রধানের সশস্ত্র সঙ্গীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালান।


সর্বশেষ সংবাদ