দেশত্যাগে স্বামীর অনুমতি লাগবে না সৌদি নারীদের

  © সংগৃহীত

সৌদি সরকার দেশটির বিদ্যমান কঠোর অভিভাবকত্ব আইন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা যায়। যার মাধ্যমে রক্ষণশীল হিসেবে পরিচিত দেশটির নারীরা কোনও পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই দেশত্যাগ করতে পারবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সী নারীদের ভ্রমণের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে- তা এ বছরই উঠে যেতে পারে। পাশাপাশি ২১ বছর বয়সের নিচে পুরুষদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে কড়াকড়ি রয়েছে, সেটিও শিথিল করার হবে বলেও প্রতিবেদনটি জানায়।

নারীদের ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেয়ার এই বিষয় উল্লেখ গত মঙ্গলবার খবর প্রকাশ করেছে স্থানীয় সৌদি পত্রিকা ওকাজ।

সৌদি সরকার যদি তাদের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে এটা দেশটির মানুষজনের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলবে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ যে, পুরুষের অভিভাবকত্ব ব্যবস্থার কারণে সৌদির নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকতে হয়।

বিয়ে, বিবাহ বিচ্ছেদ এবং পাসপোর্ট পাওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এখনও সৌদি নারীদের পুরুষ অভিভাবকদের অনুমতি প্রয়োজন হয়। এমনকি এই ব্যবস্থার কারণে পারিবারিক এবং যৌন সহিংসতা বা শিশুর অভিভাবকত্বের মতো বিষয়গুলোও নারীদের জন্য কঠিন হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ