বন্যা তাতে কী, ভেলায় চড়ে বিয়ে করতে চললেন পাত্র (ভিডিও)

বন্যায় ভেসে গেছে সিলেটের কয়েকটি অঞ্চল। কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক ও জনপথ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা গেছে বন্যায় গ্রাম ভেসে গেলেও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থেমে নেই। কোমর সমান পানি থেকে নিজেকে রক্ষা করতে শেরওয়ানি-পাগড়ি পরে ভেলায় চড়েই কনের বাড়িতে হাজির হন বর।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছাতা মাথায় ভেলায় দাঁড়িয়ে আছেন বর। আর তলিয়ে যাওয়া সড়কের ওপর দিয়েই ভেলা টেনে নিয়ে যাচ্ছেন কেউ। বন্যায় ভেসে গেলেও বিয়ে বাড়ির আবহ ঠিকই দেখা গেছে সেখানে। ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান ‘মেহেদি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা’ বাজছে। ভেলায় চড়ে বরের সেই আসার দৃশ্য দেখতে উৎসুক লোকজন ভিড় জমাচ্ছেন। এ ঘটনা কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি।

এদিকে ভিডিওটি শেয়ার করে হাস্যরসাত্মক নানা মন্তব্যে মেতেছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হচ্ছে অগণিত। একজন লিখেছেন, যতই বৈরী পরিবেশ আসুক, বিয়ে করে ছাড়বই।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence