লিচু খেয়ে ৫৩ শিশুর মৃত্যু, কিন্তু কেন?

  © সংগৃহীত

ভারতের বিহারের মুজাফফরপুর শহরে লিচু খেয়ে অন্তত ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এমন খবর জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন লিচুর মধ্যে থাকা একটি বিষাক্ত পদার্থের কারণে অ্যাকিউট এনসেফালিটিস সিনড্রোমের (এইএস) শিকার হচ্ছে মুজাফফরপুরের শিশুরা। স্থানীয়ভাবে ‘চামকি বুহার’ নামে পরিচিত এইএস। এই রোগে আক্রান্ত হলে জ্বর ও বমি হতে পারে। পাশাপাশি অনেকে অজ্ঞানও হয়ে যেতে পারে।

কমপক্ষে আরও ৪০ শিশুর মধ্যে এধরনের সমস্যা ধরা পড়েছে। তাদের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। ১৯৯৫ থেকে থেকে প্রতি বছর মুজাফফরনগর ও এর আশেপাশের জেলায় লিচুর মৌসুমে এ সমস্যা দেখা দেয়। ২০১৪ সালে রেকর্ড ১৫০ জনের মৃত্যু হয়। গত বছরও এই সমস্যায় আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ