পরিবারের কাছে ফিরতে চায় পথ ভোলা রুমা

০১ জুন ২০১৯, ১১:১৭ AM

© সংগৃহীত

মেয়েটির নাম রুমা। বয়স আনুমানিক ১০-১২বছর। বাবার নাম লিটন। মায়ের নাম রিমি। বড় ভাইয়ের নাম রিফাত। বড় বোনের নাম পাপিয়া। বাবা এবং ভাই কাতার প্রবাসী। দুই চাচা আলাউদ্দিন এবং ইব্রাহিম।

মেয়েটি নিজের জেলার নাম কুমিল্লা বলতে পারলেও তার বাড়ির পূর্ন ঠিকানা বলতে পারছে না। মেয়েটি কখনো তার বাড়ি শশানগাছা বলে আবার কখনো বানাশোয়া পালপারার কাছে বলে।সে কারো ফোন নাম্বারও বলতে পারছে না।

মেয়েটিকে গতকাল শুক্রবার বিকালে মিরপুর DOSH রোডে পাওয়া যায়। রুমা জানায়, সে তার চাচার বাসা থেকে বের হওয়ার পর ঠিকানা ও রাস্তা ভুলে যায়। বর্তমানে রুমা শুধুমাত্র তার মা-বাবার নাম বলতে পারে। কিন্তু পুরো বাড়ির ঠিকানা বলতে পারছে না।

মেয়েটি বর্তমানে মিরপুর সেনানিবাস, বাসা নং ৫২৬/৯(অবকাশ ক্যান্টিনের সামনে), মিরপুর- ১২ আছে। কুমিল্লার কেউ থাকলে মেয়েটিকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে সহায়তা করুন।


যোগাযোগঃ
১.মোঃ জাকির হোসেন
(ওয়ারেন্ট অফিসার)
এম আই এস টি
মিরপুর সেনানিবাস,ঢাকা।
মোবাইলঃ 01769191317, 01936901833

২.আদনান আহাম্মেদ
মোবাইলঃ 01765584995

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬