কাশ্মীরে সেনাবাহিনী-বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে নিহত ৯

  © কাশ্মীর অবজারভার

কাশ্মীরে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছে। সংঘর্ষে নিহতদের মধ্যে তিনজন জইশ-ই-মোহাম্মদ জঙ্গি (যাদের একজন পাকিস্তানি কমান্ডার), স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দল হিজবুল মুজাহিদিনের দুই সদস্য, দুই ভারতীয় সেনা এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত অংশে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের গাড়ি বহরে জঙ্গি হামলার পর কাশ্মীরে একদিনে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

গ্রামবাসীরা জানান নিহতদের একজন রইস আহমদ দার (৩২) । তারা বলেন, একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে সন্দেহে ভারতীয় সেনাবাহিনী তল্লাশি করতে গিয়ে প্রথমে রইসকে ভেতরে পাঠায়। সেনাবাহিনী এর আগেও বেসামরিক নাগরিকদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

অভিযোগ অস্বীকার করে পুলিশের এক মুখপাত্র বলেন, রইস দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। “তাকে তল্লাশি করতে পাঠানো হয়নি।”

সংঘর্ষের প্রতিবাদে স্থানীয় রাজনৈতিক দল ‘দ্য জয়েন্ট রেজিসটেন্স লিয়ারশিপ’ (জেআরএল) শুক্রবার কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। জেআরএল’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এমনকি পবিত্র রমজান মাসেও হত্যাকাণ্ড থামছে না। কাশ্মীরের সাধারণ মানুষ, সশস্ত্র যুবাসহ ভারতীয় সেনাদের রক্ত ঝরেই চলছে।


সর্বশেষ সংবাদ