টাকার অভাবে প্রেম করতে অনিচ্ছুক দ. কোরিয়ার তরুণরা (ভিডিও)

  © সংগৃহীত

খরচ আর ভয়ের কারণে দক্ষিণ কোরিয়ার ছেলেরা প্রেম করতে চায় না। তাদের মধ্যে বিয়ের হারও কমে যাচ্ছে। গত বছর দেশটিতে বিয়ের সংখ্যা ছিল ৪৬ বছরের মধ্যে সবচেয়ে কম। দেশটির বিশ থেকে চোয়াল্লিশ বছর বয়সী নাগরিকের বেশিরভাগই অবিবাহিত। যাদের মাত্র ২৬ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী প্রেমের সম্পর্কে আছেন।

যারা প্রেম করছেন না তাদের ৫১ শতাংশ পুরুষ এবং ৬৪ শতাংশ নারী বিয়ে করতে চান না। প্রেম ও বিয়ে সম্পর্কে বাস্তবধর্মী শিক্ষা দিতে ‘জেন্ডার অ্যান্ড কালচার’ নামে একটি কোর্স চালু করেছে দ. কোরিয়ার সিজন ইউনিভার্সিটি।

এই কোর্সের মাধ্যমে ডেটিং থেকে ব্রেকাপ পর্যন্ত সবকিছুই শেখানো হয়। ঐচ্ছিক হলেও এই কোর্সটিতে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ছে- সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্কের বাংলা টিভি চ্যানেল টিবিএন২৪।

বিস্তারিত ভিডিওিতে...


সর্বশেষ সংবাদ