ঢাবি শিক্ষার্থী চিবল সাংমার আত্মজীবনী গ্রন্থ ‘সাংমা অন আ হুইলচেয়ার’

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র নির্বাচিত সদস্য। তিনিই ডাকসুর প্রথম ক্ষুদ্রনৃগোষ্ঠীর প্রতিনিধি। তার নাম যোশীয় সাংমা (চিবল)। বন্ধু পরিজন মহলে তিনি চিবল সাংমা নামেই পরিচিত। বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়ায়। জন্মলগ্ন থেকেই শারীরিক অক্ষমতার বিরুদ্ধে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে। এখনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।

চিবল সাংমার বেড়ে উঠা, পড়াশুনা, প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে চলা, স্বপ্ন প্রভৃতি বিষয় নিয়ে রচিত হয়েছে তার আত্মজীবনী গ্রন্থ ‘সাংমা অন আ হুইলচেয়ার’। বইটির লেখক আমেরিকা প্রবাসী সুমনা চিসিম। গ্রন্থটি আগামী ১৪ ফেব্রুয়ারি লিটল ম্যাগ চত্বরে থকবিরিম প্রকাশনী থেকে পাওয়া যাবে বলে জানা গেছে।

চিবল সাংমা শারীরিক প্রতিকূলতাকে জয় করে মাধ্যমিকে জিপিএ-৫ ও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন পাশ্চাত্যের অক্সফোর্ডখ্যাত দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ