বইমেলায় নোবিপ্রবি শিক্ষার্থী মিঠুনের কাব্যগ্রন্থ ‘বিমূর্ত বিজয়িনী’

  © টিডিসি ফটো

একটি রোমান্টিক ঘরনার কাব্যগ্রন্থ ‘বিমূর্ত বিজয়িনী’। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মিঠুন পালের সাহিত্যকর্ম। প্রেম, ভালবাসা, বিরহ, বিষাদের তীব্র সুরের মূর্ছনা দিয়ে লিখেছেন গ্রন্থটি। ঘাসফুল প্রকাশনীর সহযোগিতায় লিখা গ্রন্থটি প্রথমবারের মত আসবে এবারের অমর একুশের বই মেলায়।

লেখক জানায়, ৮৩টি বড় কবিতা এবং অনুকাব্য দিয়ে তিনি এই রোমান্টিক কাব্যগ্রন্থ সাজিয়েছেন। ভালো লাগা থেকে গত কয়েকবছর ধরে লেখা তার এই কবিতাগুলো। তবে বই বের করার উদ্দেশ্য নিয়ে কোন কবিতা লিখেননি তিনি। ক্ষুদ্র পরিসরে লেখা কবিতাগুলো সংরক্ষিত রাখার উদ্দেশ্যেই বই প্রকাশ করার কথা তিনি জানান। আর এই বই প্রকাশে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন তার মায়ের কাছ থেকে।

নোবিপ্রবি অণুজীববিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী জানান, প্রফেশনাল কবি হবার কোন ইচ্ছে নেই। তবে ভালো লাগা থেকে এসব সাহিত্যকর্ম করার কথা জানান তিনি।


সর্বশেষ সংবাদ