প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন শেকৃবির ৩ শিক্ষার্থী

  © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩ শিক্ষার্থী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, এনিম্যালসায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিপু সেন (সিজিপিএ ৩.৯৬), এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের তাসকিন আফরিনা (সিজিপিএ ৩.৯১), কৃষি অনুষদের মো. ইমাম হোসেন (সিজিপিএ ৩.৯৭)।

এসময় অনুষ্ঠানে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তিতে তাদেরকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ৩৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এই স্বর্ণপদক প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ