শেকৃবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

  © সংগৃহীত

প্রথমবারের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সংগঠন ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস পর্বের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের সেমিনার গ্যালারিতে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘ফায়ার ফ্লাই’ টিম চ্যাম্পিয়ন হয়েছে।

ক্যাম্পাস পর্যায়ে এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে ৯ টি দল অংশগ্রহণ করে। টিমগুলো নিজেদের আইডিয়া তুলে ধরেন। বিচারকরা একটি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। ফায়ার ফ্লাই টিম ‘কীটনাশকের বদলে উপকারী কীটপতঙ্গ’ আইডিয়ার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – রিসারজেন্সের কো-ফাউন্ডার এবং সিএফও ইভানা আসফারা, ইয়াং ইকোনমিস্টস ফোরামের সিনিয়র সদস্য জান্নাতুল তাজরিন, হ্যালোটাস্কের সিইও মাহমুদুল হাসান লিখন, গ্রিন সেভার্সের ফাউন্ডার অাহসান রনি, লেট’স ফার্নিসের কো-ফাউন্ডার ও চীফ অপারেটিং অফিসার বি এম মুহাইমিনুল ইসলাম রাহুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত এম সোলাইমান এবং হাল্ট প্রাইজের মালয়েশিয়ার রিজিওনাল ডিরেক্টর ফাহিম শাহরিয়ার।

ক্যাম্পাস ডিরেক্টর রিফা তাছনিয়া বলেন, তরুণদের ব্যবসায়ী কাজে উদ্বুদ্ধ করতে এ আয়োজন। এ প্রতিযোগিতার মাধ্যমে শেকৃবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধাকে যাচাই করতে পারবে। নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ সেপ্টেম্বর ওরিয়েন্টশনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হাল্ট প্রাইজ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে হাল্ট প্রাইজে অংশ নেয়া প্রতিযোগীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়


সর্বশেষ সংবাদ