ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ‎বাকৃবিতে বিক্ষোভ

  © টিডিসি ফটো

ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসকদের অবহেলায় মারা যান ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী ও মালয়েশিয়ার নাগরিক হারানি জানাকি রামান।

এ ঘটনায় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর নাজিম আহমেদ, বেগম রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর জিয়াউল হক এবং হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার ফয়েজ আহমদের পদত্যাগ দাবি করেন তারা।

তবে, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ