শেকৃবি দিবস ১৫ জুলাই, কর্মসূচি

  © টিডিসি ফটো

আগামী ১৫ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২০ বছর বয়সে পদার্পণ করবে। বিশ্ববিদ্যালয় ‍দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, কর্মসূচির গুলোতে সকাল ১০টায় একাডেমিক ভবন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ১০ টায় উপাচার্য কর্তৃক পায়রা ও বেলুন উড্ডয়নের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করা হবে। এছাড়া আনন্দ র‌্যালি এবং কেক কাটা আয়োজন থাকবে শেষে।

দিবসটি উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ জুলাই বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়া বিকাল ৩ টায় কেন্দ্রীয় খেলার মাঠে ১৯তম বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ছাত্রদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ