শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিশ্ব ভেটেরিনারি দিবসে র‌্যালি ও প্রাণী স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প

এক প্রাণীকে সেবা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা
এক প্রাণীকে সেবা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা  © আরাফাত রহমান অভি

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বর্ণাঢ্য র‍্যালী এবং প্রাণী স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান ক্যাম্পেইন চালানো হয়। এই সামগ্রিক কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

দুপুর ২ টা ৩০ মিনিটে শেখ কামাল অনুষদ ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়। র‌্যালিটির উদ্বোধন করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের তাৎক্ষণিক এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে তারা প্রাণীর স্বাস্থ্যসেবা সুরক্ষার মাধ্যমে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে সেই আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম; এনাটমি, হিস্টোলজি এন্ড ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. সুজন কুমার সরকার; ডেইরি সায়েন্স বিভাগের প্রভাষক ডা. লিটা বিশ্বাস সহ অনুষদের সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে র‍্যালীর সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, এই অনুষদের বয়স খুব বেশি না হলেও ভালো ভালো কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে তারা বেশ এগিয়ে যাচ্ছে। আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখাবে।

র‍্যালী শেষে খামারে ফ্রি প্রাণী স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার গরু, ভেড়া, ঘোড়া ও কুকুরসহ বেশ কিছু পোষা প্রাণীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন ড. কেবিএম সাইফুল ইসলাম সহ নবাগত কয়েকজন শিক্ষক ও ইন্টার্ন শিক্ষার্থীরা।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, প্রাণীরা কথা বলতে পারে না। তাই তাদের চিকিৎসা করার সময় আরও সতর্কতা অবলম্বন করতে হয়। আশা করি ভবিষ্যতে আমরা আরও বড় আঙ্গিকে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো।


সর্বশেষ সংবাদ