বিশ্ব সাইকেল দিবসে বাকৃবি ছাত্রীদের সাইকেল র‌্যালি

বাকৃবি ছাত্রীদের সাইকেল র‌্যালি
বাকৃবি ছাত্রীদের সাইকেল র‌্যালি  © টিডিসি ফটো

 

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উইমেন সাইক্লিং ক্লাব বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করেছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে র‌্যালিটি উদ্বোধন করেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণার কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি উইমেন সাইক্লিং ক্লাবের সভাপতি ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা। ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা হায়দারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাইক্লিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল হক, সহসভাপতি অধ্যাপক ড. শিরিন আক্তার, সহকারী অধ্যাপক আনজুয়ারা খাতুনসহ সাইক্লিং ক্লাবের অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে সাইকেল চালানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। 

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে শুরু হয়ে জব্বারের মোড় প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেন হয়ে বিশ্ববিদ্যালয়ের কে. আর. মার্কেটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 


সর্বশেষ সংবাদ