বেরোবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার চার শিফটে কলা অনুষদের (এ ইউনিট), ৩ ডিসেম্বর চার শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট), ৪ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদ (সি ইউনিট) এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট), ৫ ডিসেম্বর বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে প্রায় ৭০ হাজারেরও বেশী পরীক্ষার্থী আবেদন করেছে। এতে প্রতিটি আসনের বিপরীতে লড়বে প্রায় ৫৪ জন ভর্তিচ্ছু। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েরবসাইট থেকে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ