বেরোবি’র ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

  © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। পরীক্ষা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২ ডিসেম্বর কলা অনুষদের (এ ইউনিট), ৩ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট), ৪ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের (সি ইউনিট)সহ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) এবং ৫ ডিসেম্বর বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট)সহ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে (www.brur.ac.bd) জানা যাবে ।


সর্বশেষ সংবাদ