সিকৃবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সিলেট নগরীর ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব কেন্দ্রেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ ভ্রাম্যমাণ আদালত। এ বছর ৩৯৩টি আসনের বিপরীতে সাড়ে আট হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক আনিসুর রহমান।

রেজিস্ট্রার বদরুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ এবং ৪ ডিসেম্বর হতে ভর্তি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছর ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে মোট ৩৯৩ জনকে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।


সর্বশেষ সংবাদ