ঢাবির সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৪১তম ব্যাচের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন- ঢাকা বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, উক্ত ভর্তি পরীক্ষায় ৪৩০টি আসনের বিপরীতে ২ হাজার ২৮৫জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ