ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল আজ বিকালে

লোগো ও ইউনিট
লোগো ও ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’  ইউনিটের ১ম বর্ষ  স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ।  বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছূ শিক্ষার্থী এতে অংশ নেন।  এর আগে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠলে ডিনস কমিটির সভায় উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


সর্বশেষ সংবাদ