ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর পুন:ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে সাংবাদিকদের এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি প্রক্টর বলেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা কোন ধরনের অনিয়ম বা জালিয়াতির অভিযোগ পাইনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘ঘ’ ইউনিটের পুন:পরীক্ষায় মোট ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪শ’ ৬৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠলে ডিনস কমিটির সভায় উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


সর্বশেষ সংবাদ