উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার ৬৩ দশমিক ৮২ভাগ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৯৬ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪২ জন ছাত্রী।

গত বছর জুলাই মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৫১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৮৩৮ জন। 

উল্লেখ্য, একই সঙ্গে বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক ৩ লাখ ৩১ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।

চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।

এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 16023810001) লিখে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।


সর্বশেষ সংবাদ