চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৪ মাসেও পরীক্ষা হয়নি; বিক্ষোভ

  © টিডিসি ফটো

১৪ মাসেও পরীক্ষা না হওয়ায় বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। বৃহস্পতিবার বিভাগীয় সভাপতির কক্ষের সামনে এই বিক্ষোভে সামিল হয় ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা জানান, এই বর্ষের সকল কোর্সের সিলেবাস ইতোমধ্যে শেষ হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের চাপে এর আগে ২৮ জুন এবং তারও আগে ১৯ এপ্রিল পরীক্ষার রুটিন প্রকাশ করলেও অনীহা দেখায় কর্তৃপক্ষ।
নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি এন এম সাজ্জাদুল হক বলেন, কয়েকজন শিক্ষার্থী আমার সঙ্গে পরীক্ষার বিষয়ে কথা বলতে এসেছিল। ঘোষিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তাদের জানিয়েছি। এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।

নাম প্রকাশ না করা শর্তে শিক্ষার্থী বলেন, ছাত্ররা এমনিতেই সেশনজটের শিকার। তাছাড়া সবগুলো কোর্সের সিলেবাস শেষ হয়েছে; অথচ পরীক্ষা নিতে গড়িমসি করছেন সভাপতি। তাই তারা বিক্ষোভ করছেন।


সর্বশেষ সংবাদ