৮৯ শিক্ষার্থী আর বসতে পারবেন না এসএসসি-দাখিল পরীক্ষায়

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা  © ফাইল ছবি

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা চলাকালে ৮৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্র থেকে চার পরিদর্শককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ফলে এবার আর এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না তাদের।

আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বুধবার (৩ মে)  এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২৭ জন মাদরাসা শিক্ষা বোর্ডের ও একজন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছিলেন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে বহিষ্কার করা ৬১ জনের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫, ঢাকা শিক্ষা বোর্ডের ১৪, বরিশাল শিক্ষা বোর্ডের ৯, কুমিল্লা শিক্ষা বোর্ড ও রাজশাহী শিক্ষা বোর্ডের ছয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের পাঁচ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন, যশোর শিক্ষা বোর্ডের দুই ও সিলেট শিক্ষা বোর্ডের একজন পরীক্ষার্থী রয়েছে। 

এদিন দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯৮ হাজার ৯৪৫ জন। এরমধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০ হাজার ১৮৪ জন< মোট পরীক্ষার্থীর মধ্যে যা ১.৬৮ শতাংশ।


সর্বশেষ সংবাদ